কুমিল্লার চান্দিনায় শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে প্রাথমিক সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ সময় শিক্ষার্থীরা 'মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, ধর্ষণ ও দুর্নীতিকে না বলে ফুল নিলাম হাতে তুলে' স্লোগান দেন।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ধেরেরা উচ্চ বিদ্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আওয়াল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম, ধেরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সংগঠনের উপদেষ্টা ও সিনিয়র সদস্য তারিকুল ইসলাম তারেক, সংগঠনের চান্দিনা শাখার সভাপতি সৌরভ আহমেদ মাকসুদ, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ্ মানসুর, বরুড়া শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের বরুড়া শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন।
এদিকে, অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রায় ৫শ শিক্ষার্থী মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও দুর্নীতিকে না বলে শপথ নেন। শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি কাওসার আলম সোহেল।