ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ওপারে ভারত অভ্যন্তরে বিএসএফ’র পিটুনিতে আব্দুর রহিম (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আব্দুর রহিম ওই উপজেলার নেপা ইউনিয়নের বাউলী গ্রামের আবুল কাশেমের ছেলে।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, রোববার ভোররাতে ৪ জন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়। তারা গরু আনার সময় ৬০ নম্বর মেইন সীমান্ত পিলার থেকে ৪’শ গজ ভেতরে নদীয়া জেলার হাবাসপুর ক্যাম্পের বিএসএফ’র টহল দলের সামনে পড়ে।
বিএসএফ’র ধাওয়ায় অন্য ৩ জন পালিয়ে বাংলাদেশের ফেরত আসলেও আব্দুর রহিম বিএসএফ’র হাতে ধরা পড়ে। পরে বিএসএফ’র পিটুনিতে আব্দুর রহিম মারা যান। পরে তার মৃত দেহের ওপর গুলি করে।
বিষয়টি রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বিএসএফ বিজিবিকে নিশ্চিত করে। ইমেইলে তাদের দেওয়া ছবি দেখে পরিচয় নিশ্চিত হয় বিজিবি।
পরে নিহতের মরদেহ নদীয়া জেলার ধানতলা থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়। তারা মরদেহ পোস্টমর্টেমের জন্য কৃষ্ণনগর মর্গে পাঠায় বলে জানা গেছে। বিজিবি’র পক্ষ খেকে মরদেহ ফেরত পাওয়ার চেষ্টা চলছে বলেও জানান ওই কর্মকর্তা।