ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগদিয়া গ্রামে সাপের কামড়ে হাসান উদ্দিন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। শিশু হাসান উদ্দিন বগদিয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে বগদিয়া গ্রামে নিজ ঘরে শিশু হাসান ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় সাপ তাকে কামড় দেয়। পরে বাড়ির লোকজন হাসানকে শৈলকুপা হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। শিশু হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান।