ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—শৈলকুপা উপজেলার নাকপাড়া গ্রামের নওয়াব আলীর ছেলে শাহীন হোসেন (৩০) ও সোহান হোসেন (১০)।
মঙ্গলবার (১৭ সেপ্টম্বর) ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নাকপাড়া গ্রামের ইউপি সদস্য আব্দুল হান্নান জানান, রাতে খাবার খেয়ে শাহীন ও সোহান নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে বিষধর সাপ তাদের কামড় দেয়।
পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দুই ভাইয়ের মৃত্যুতে নাকপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।