নবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

দিনাজপুর, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হিলি (দিনাজপুর) | 2023-08-26 23:09:14

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সাপের কামড়ে রেদুনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার শ্যামপুর গ্রামের রাজু আহম্মদের ছেলে। সে নবাবগঞ্জ উপজেলার সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের ১ম শ্রেণীর ছাত্র।

পারিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে গোয়াল ঘরে গরুকে খড় দিতে গেলে রেদুনিকে সাপে কামড় দেয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শুভ্রত কুমার বার্তাটোয়েন্টিফোর.কম-কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর