রাস্তা-ব্রিজ-কালভার্ট মুক্তিযোদ্ধাদের নামে হবে

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ | 2023-09-01 16:05:38

দেশের সমস্ত রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট মুক্তিযোদ্ধাদের নামে করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় মুক্তিযোদ্ধা সমাবেশে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ‘এটি সরকার অনুমোদন করেছে। আমরা অপেক্ষা করছি তালিকার জন্য। তালিকা করা হলে লটারি করে ওই এলাকার মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নামকরণ করা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

মন্ত্রী আরও বলেন, ‘আগামী বছর মুজিব বর্ষ। সরকার মুজিব বর্ষ পালন উপলক্ষে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ১৫ লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করে দেবে। এ জন্য ২২’শ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

রাজাকারদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানান মন্ত্রী। যারা পাকিস্তানিদের কাছ থেকে অস্ত্র ও ভাতা নিয়েছেন এবং তাদের সহযোগিতা করেছেন তারাই রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত হবে। বড় বড় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, তাদের দণ্ড কার্যকর করা হয়েছে। বাকি যুদ্ধাপরাধীদেরও বিচার করা হবে।’

তিনি সাহস করে এদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানের জন্য সকলের প্রতি আহ্বানও জানান।

জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা সমাবেশে ঝিনাইদহ-১ আসনের সংসদ সংসদ সদস্য আব্দুল হাই, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনিসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। এর আগে শৈলকুপা শহরের লাঙ্গলবাধ সড়কে ৩ তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর