দিনাজপুরের হিলি-হাকিমপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) রেজাউল করিম বার্তা২৪.কমকে জানান, বুধবার (১২ জুন) হিলি সীমান্তের দক্ষিণ বাসুদেবপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার আশিকের স্ত্রী সোনিয়া খাতুনকে (২০) ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
আটককৃত সোনিয়ার বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা করে তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।