বাংলাদেশের রাজশাহীতে নব-নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনার সঞ্জিত কুমার ভাটি হিলি স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সোমবার (১৩ মে) বিকেলে তিনি হিলি স্থলবন্দর এলাকায় এলে বন্দরের ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি হিলি ইমিগ্রেশন, স্থলবন্দর অফিসসহ বিভিন্ন অফিস ঘুরে দেখেন।
পরে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের গতি বাড়ানোর লক্ষ্যে আমদানি-রফতানিকারকদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ অফিসে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বন্দরের আমদানি-রফতানিকারকরা নব-নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনারের কাছে ভিসা জটিতাসহ আমদানি-রফতানি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এসময় তিনি সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। এরপর তিনি হিলি কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
এ সময় হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেল অফিসার অখিউল ইসলাম, হিলি কাস্টমসের যুগ্ম-কমিশনার মীর আবু আবদুল্লাহ আল-সাদাতসহ অনেকে উপস্থিত ছিলেন।